রংপুরের বিপিএলে আসর শেষ হয়ে গেল প্লে অফেই। ২য় কোয়ালিফায়ারে হেরে রংপুরের অধিনায়ক মাশরাফি জানিয়ে দিলেন নিজের মনের কথা। জানিয়ে দিলেন এইখানেই শেষ নয়, তিনি ঘরোয়া আসরে খেলে যেতে চান আরো বেশ কিছু বছর।

এই ব্যাপারে মাশরাফি বলেন ,’ আল্লাহ যদি চায় ইচ্ছে আছে। ইচ্ছা ছিল ২০ বছর খেলার, হবে কিনা জানি না, তবে ইচ্ছা আছে। বিপিএল যদি সময় মত হয় পরের বছর, হয়তো সুযোগ থাকবে। কিন্তু আমি আসলে বলতে পারছি না। আমার আরো খেলার ইচ্ছে আছে দেখা যাক কি হয়।’

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর এপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

তিনি আরো বলেন , ‘ আন্তর্জাতিক ক্রিকেটের কি হবে জানি না, তবে সব কিছু মিলিয়ে ইচ্ছা ছিল ২০ বছর ক্রিকেট খেলার। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেট তা নয়, ধরেন ঢাকা লীগ, বিপিএল, এগুলো আমাদের বড় টুর্নামেন্ট।’