
মাশরাফী বিন মর্তুজা নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক তার স্বপ্নের নতুন বাড়িতে পবিত্র ঈদ-উল-আজহা পালন করবেন। সে জন্য বাড়ির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শ্রমিকরা ঈদের আগেই কাজ শেষ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলছেন।
মাশরাফির জন্মস্থান নড়াইল শহরের মহিষখোলা গ্রামে তার বাড়ির নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে বাড়ির মূল কাজ সম্পন্ন করা হয়েছে। এখন চলছে রঙ, ডেকোরেশন ও সাজ-সজ্জার কাজ। এরই মধ্যে বাড়ির প্রায় ৮৫ ভাগ কাজ শেষ করতে সক্ষম হয়েছে।

নড়াইল শহরে মহিষখোলা এলাকায় প্রায় ৩ কাঠা জমির উপর নিজেদের পুরনো বাড়িতেই নতুন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন মাশরাফি। ডুপ্লেক্স দোতলা বাড়িটির প্রতিটি তলা রয়েছে ১২৫০ স্কয়ার ফিট। দ্বিতীয় তলায় রয়েছে একটা মাস্টার বেডরুমসহ মোট ৪টি বেডরুম। প্রতিটি বেডরুমের সাথে আছে অ্যাটাচ বাথরুম। প্রতিটি শোবার ঘরের সঙ্গেই রয়েছে বারান্দা। আরও রয়েছে একটা ফ্যামিলি লিভিং রুম ও একটা ড্রাই কিচেন।
বাড়ির নিচতলায় রয়েছে একটি বড় ড্রইং (হল) রুম, ডাইনিং রুম, রান্নাঘর, গেস্ট বেড রুম, কমন বাথরুম, সার্ভেন্ট বেডরুম আর তার সাথেও একটা বাথরুম। এছাড়া রয়েছে দুটি জিপ রাখার পার্কিং ব্যবস্থা। বর্ণা ইঞ্জিনিয়ারিং নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে বাড়ি তৈরির দায়িত্ব দিয়েছেন মাশরাফি।
মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানান, বাড়িটির নাম দেয়া হবে ‘মর্তুজা কটেজ’। সবকিছু ঠিক থাকলে এই কোরবানি ঈদের আগেই পরিবারের সকলকে নিয়ে নতুন বাড়িতে উঠবেন। আর এখানেই ঈদ উদযাপন করবে মাশরাফি ।
গোলাম মর্তুজা স্বপন আরও জানান, প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে মাশরাফির ভক্তরা তার সঙ্গে দেখা করতে আসেন। মূলত মাশরাফির ভক্তদের জন্যই নিচতলায় বানানো হয়েছে বড় হলরুম । বিভিন্ন জেলা থেকে আগত সবাই এখানে বসে মাশরাফি সম্পর্কে জানতে পারবে। মাশরাফির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
