দক্ষিন আফ্রিকার বিপক্ষে দুইটি টেষ্ট পরাজিত হয় এবং প্রথম ওয়ানডেতে হারার পর টি টুয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবেই খেলার জন্য মাশরাফিকে প্রস্তাব দেন হাতুরে সিংহে। কারন টেস্টে অমন পরাজয়ের পর ওয়ানডে ও টি-টুয়েন্টি নিয়ে ভয়ে আছেন তিনি। তাই মাশরাফিকে ওয়ানডের মত টি-টুয়েন্টিতেও অধিনায়ক হিসেবে খেলার অনুরোধ করেন কোচ। কিন্তু কোচের অনুরোধের

মাশরাফি সাফ জানিয়ে দিয়েছেন তিনি টি-টুয়েন্টিতে খেলবেন না। ওয়ানডে সিরিজ শেষ হলেই দেশে ফিরে আসবেন।

জানা যায়, এই সিদ্ধান্ত শুধু হাতুরে সিংহে একার ছিল না। বরং সবার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বোর্ড সভাপতি, প্রধান নির্বাচক, ক্রিকেট অপারেশন কমিটির সবাইকে বলেই কাজটি করেছিলেন হাতুরে। যার কারনে টি-টুয়েন্টি থেকে ক্ষোভে একেবারেই সরে গেছেন তার অনুরোধ এবার তুরি মেরে উড়িয়ে দিয়ে মাশরাফি জানিয়ে দেন টি-টুয়েন্টিতে খেলবেন না তিনি।