
বাংলাদেশ ক্রিকেট ভক্ত মানেই হল প্রানের মাশরাফি। কারণ মাশরাফির হাতেই দেশের ক্রিকেট আজ এতদূর এগিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও নিজের দারুণ অধিনায়কত্ব ও পারফরম্যান্সের দিয়ে এনেছে অসাধারণ জয়। গতকাল ঢাকার বিপক্ষে জয় পেয়ে বিপিএল পঞ্চম আসরের শিরোপা উঠে মাশরাফির হাতে।
এরই ফলে প্রথমবারের মত শিরোপা ঘড়ে তুলে রংপুর রাইডার্স। সেই সাথে বিপিএলে চতুর্থ শিরোপার দেখা পায় মাশরাফি। এর আগে ঢাকার হয়ে ২টি, কুমিল্লার হয়ে ১টি ও এবার রংপুরের হয়ে নেন নিজের চতুর্থ শিরোপা ছুয়ে দেখে। তবে রংপুরের এ অধিনায়কের উপর অভিযোগ তুলেন রংপুরকে ফাইনালে জেতানো ক্রিস গেইল।
টিম বাসে মাশরাফিকে উদ্দেশ্য করে হাসতে হাসতে গেইল বলে, আমি বিশ্বের সেরা অপ স্পিনারদের একজন হওয়া ফলেও মাশরাফি কেন আমাকে বোলিং করতে দেয়নি? যদিও মাশরাফি এ অভিযোগের দায়ভার চাপিয়ে দেয় কোচ টম মুডির উপর। তখন তিনি হাসতে হাসতে বলেন, আমি গেইলকে চেয়েছি প্রতিটি ম্যাচে বোলিং দিতে কিন্তু কোচ সেটি দেয়নি। অবশ্য তখন গেইলের প্রশংসাও করেন মাশরাফি।
