দু:সংবাদ কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। একের পর এক ইনজুড়ি যেন আঘাত হানছে ক্রিকেটারদের উপর।

দক্ষিন আফ্রিকার কাছে প্রথম ওয়ানডেতে এত বড় হারের মধ্যে একমাত্র প্রাপ্তি ছিল মুশফিকের সেঞ্চুরী। এবার সেই মুশফিককেই নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারনে দ্বিতীয় ম্যাচে হয়ে যেতে পারেন দর্শক।

মুশফিকের ইনজুরি নিয়ে মিনহাজুল আবেদীন বলেছেন, “তাঁর (মুশফিক) হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। আমরা এখনই কিছু বলতে পারব না। আরও বেশি

কিছু জানতে আমাদের কেপটাউন যেতে হবে। ” এর আগে প্রথম ম্যাচে ইনজুড়ির কারনে মাঠে নামতে পারেনি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আর ইনজুড়ির কারনে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে পড়েছেন মুস্তাফিজ।

এখন এবার সেই আঘাতের শিকার হলেন টাইগার দলপতি।

হ্যাঁ ঠিকই শুনছেন ইনজুরিতে পড়েছেন কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। মুস্তাফিজের মতো মাশরাফিও হয়ত পারবে না সিরিজের আর কোন ম্যাচ খেলতে।