
জুনিয়রদের মধ্যে রুবেল,তাসকিন,মো স্তাফিজ ম্যাশের প্রিয়। ম্যাশ টিটোয়েন্টি থেকে অবসর নেওয়ার পিছনে রুবেলকে সুযোগ করে দেওয়া একটা কারন। মাশরাফি ক্যাচ মিসের জন্য কাওকে গালি দেয়না। কারন,ক্যাচ মিস যেকেও করতে পারে।
তিনি ফিল্ডারদের হেয়ালি একদম সহ্য করতে পারেন না। বল মিস হয়ে চার হলে কিছু বলে না তবে, ” হেয়ালি করে ওভার থ্রো করে ১ বেশি দেয় তাতেই ম্যাশ ক্রুদ্ধ। ” আজকে তেমন একটা ঘটনা হল। এবি ডিভিলিয়ার্সের তখন ১২২ রান। ম্যাশ নিজেও জানে এবির সুযোগ মিস করা যাবে না। তাসকিনের শট বলে একটা বল উড়ে যায় রুবেল ও লিটনের মাঝে। লিটন অনেক চেষ্টা করেও বলের কাছেই যেতে পারেনি।
অন্যদিকে একটু চেষ্টা করলে ক্যাচ হতে পারা রুবেল তিনি লিটনের উপর ছেড়ে দিয়ে তিনি বলের কাছেই গেলেন না। তারপর ম্যাশ তাই করলেন যা একটা স্কুল পালানো সন্তানের উপর বাবা করে থাকে। তার এই গালিটাকে রুবেলকে জাগিয়ে তুললো।
তারপর এবিকে আউট করা সহ ৪ উইকেট নেন রুবেল। তারপর আবার কাধে হাত। অসাধারণ পারিবারিক সম্পর্ক গড়েন ম্যাশ। এটা বিশ্বের অন্য ক্যাপ্টিন নয় শুধু ম্যাশ পারে।
