বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা ক্যারিয়ারের শুরু থেকেই লড়াই করে চলেছেন ইঞ্জুরির সাথে। সব সময় ইঞ্জুরির সাথে লড়াই করে সৈনিকের মতো আবার ফিরে এসেছেন ক্রিকেট মাঠে। দেশের ক্রিকেটের অন্যতম নক্ষত্র এই তারোকা স্বাভাবিকভাবেই সবার মনে আলাদা বাবে জায়গা করে নিয়েছেন।

প্রিয় ক্রিকেটারকে নিয়ে সব সময় সচেতন থাকেন তাঁর ভক্তরা। হঠাৎ, হাসপাতালে ভর্তি আছেন মাশরাফি এমন একটি ছবি দেখে ভাঁজ ভেঙ্গে পড়ে সকল ভক্তের মনে। আচমকা কি হয়ে গেল মাশরাফির? সকলের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে।

সবশেষে জানা গেল মাশরাফি মুর্তজার হাসপাতালে ভর্তির কারণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে সতর্কতা থেকেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন টাইগার দলপতি।

আজ সকালে হঠাৎ করে কফের সাথে রক্ত বের হয়ে আসে মাশরাফির মুখ থেকে। বড় কিছু হওয়ার আগেই সতর্কতার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে পরীক্ষার জন্য ভর্তি হন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। সেখানে তাঁর ফুসফুসের পরীক্ষা করা হয়। তবে তার পরীক্ষার রিপোর্টে তেমন কিছুই ধরা পড়েনি বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

মাশরাফি স্বাভাবিক অবস্থা আছেন বলে জানান তিনি, “গুরুতর কিছু হয়নি মাশরাফির। তা তাকে আর হাসপাতালে ভর্তি হতে হবে না।