নাম কিলিয়ান সানমি এমবাপে লত্তিন  জন্ম ২০ ডিসেম্বর ১৯৯৮, উচ্চতা ৫.১০” ।  হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়ার। তিনি স্ট্রাইকার হিসেবে মোনাকো থেকে ধারে প্যারিস সেন্ট জার্মেই এবং ফ্রান্স জাতীয় ফুটবল দলে খেলে থাকেন।

প্রারম্ভিক জীবন 

এমবাপে ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ফ্রান্সের বন্দিতে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলফ্রিড ক্যামেরুন থেকে ফ্রান্সে আসেন। তিনি এমবাপের প্রতিনিধি এবং এএস বন্দির কোচ হিসেবে কর্মরত। তার দত্তক নেওয়া ভাই জাইরে কেম্বো একোকোও একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। তার মা ফায়জা আলজেরীয় বংশোদ্ভূত এবং তিনি একজন হ্যান্ডবল খেলোয়াড়। তার ছোট ভাই আদেয়েমি এমবাপে।

প্রারম্ভিক কর্মজীবন

এমবাপের খেলোয়াড়ী জীবন শুরু হয় এএস বন্দি ক্লাবে তার বাবা উইলফ্রিডের অধীনে। পরে তিনি প্রখ্যাত ক্লেয়ারফন্তেইন একাডেমিতে ভর্তি হন। তার ক্রীড়া নৈপুণ্যের জন্য বিভিন্ন ফরাসি ক্লাস, এবং স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া তার সাথে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করে। এমবাপে ১১ বছর বয়সে ইংরেজ ক্লাব চেলসিতে যান এবং সেখানে যুব দলের হয়ে চার্ল্টনের বিপক্ষে একটি ম্যাচও খেলেন। পরে এমবাপে এএস মোনাকোতে থিতু হন।

ক্লাবের তথ্য

ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (মোনাকো থেকে ধারে)
জার্সি নম্বর ২৯
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০১০–২০১৩ এএস বন্দি
২০১১–২০১৩ আইএনএফ ক্লেয়ারফন্তেইন
২০১৩–২০১৫ মোনাকো
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন
বছর দল উপস্থিতি (গোল)
২০১৫–২০১৬ মোনাকো ২ ১২ (৫)
২০১৫– মোনাকো ৪১ (১৬)
২০১৭– → প্যারিস সেন্ট জার্মেই (ধার) ২৭ (১৩)
জাতীয় দল
২০১৪–২০১৫ ফ্রান্স অনুর্ধ্ব-১৭ (০)
২০১৬ ফ্রান্স অনুর্ধ্ব-১৯ ১১ (৭)
২০১৭– ফ্রান্স ২০ (৭)