
পিএসএল এর এবারের আসরে দল পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল,সাকিব আল হাসান,মোস্তাফিজু রহমান এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
তামিম,সাকিব,মাহমুদুল্লাহরা এর আগের থেকেই পিএসএল খেলে এসেছেন তবে এবারের আসরে মোস্তাফিজ নতুন ।
সর্বনিম্ন ৭০ হাজার ডলারের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৯ লাখ টাকা) ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। দল পেয়েছেন দু’জনেই। মোস্তাফিজ গেলেন লাহোর
