
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য দীনেশ চান্দিমালকে অধিনায়ক করে শক্তিশালী টি-টোয়েন্টি ক্রিকেট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ফেব্রুয়ারির এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।
১৫ জনের দলে নতুন মুখ হিসেবে থাকছে দুই জন আসিথা ফার্নান্ডো ও শেহান মাধুসানকা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচে অভিষেক হয়েছিলো শেহানের। দলে সুযোগ পাবার পর ক্রিকেটে আলো ছড়িয়ে ছিলো। গণমাধ্যম গুলো চন্ডিকার নতুন ‘আবিষ্কার’ উল্লেখ করে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গেও তুলনা করা হয়েছিল। ওই ম্যাচে নেমেই হ্যাটট্রিক করেছিলেন এই পেস বিস্ময়।
তবে স্কোয়াডে আরও চমক হিসেবে থাকছে অভিজ্ঞ লেগ স্পিনার জীবন মেন্ডিস। দীর্ঘ তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচ দিয়েই নতুন বছরের প্রথমবারের মতো ক্রিকেট ফিরবে চায়ের দেশে।
ইনজুরির কারণে দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিচ্ছেন দিনেশ কার্তিক। যদিও দীর্ঘদিন টি-টোয়েন্টির থেকে বাইরে ছিলেন তিনি।
