
ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর, সর্বকালের সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে বানানো হবে (টিভি সিরিজ)। এই (টিভি সিরিজটি) বানানো হবে তার জীবিনী নিয়ে। এখানে দেখানো হবে তার ক্যারিয়ারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এবং নাপোলিকে সিরি আ এর শিরোপা জিতানোর মূহুর্ত গুলো। তার জীবনী নিয়ে এই টিভি সিরিজটি বানানোর পরিকল্পনা করছে অ্যামাজন।

করিয়া দেলা সেরা নিউজপেপার এর তথ্য মতে ম্যারাডোনার অভিনয়ের সমস্ত টুকুই শেষ হয়েছে। যেটা অ্যামাজন প্রাইম ভিডিও সাইটে কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে। টিভি সিরিজটিতে ম্যারাডোনার খেলোয়াড়ি জীবনের সকল গুরুত্বপূর্ণ অর্জন তুলে ধরা হবে।

ইতোমধ্যেই ম্যারাডোনার জীবনী নিয়ে দুইটি ফিল্ম তৈরি হয়েছে। এমিল কুস্তুরিকা এবং মার্কো রিসির পরিচালনায় তৈরি হওয়া ছবি দুইটা মুক্তিও পেয়েছে।
