আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি মাঝে বার্সেলোনা তারকার সঙ্গে কথা বলেছেন। তবে কবে তিনি জাতীয় দলে ফিরবেন, সে বিষয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন কোচ।

রাশিয়া বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করা মেসি নিজেও জাতীয় দলে ফেরা নিয়ে এখনও কিছু বলেননি। গত মাসে গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

চলতি মাসে ব্রাজিল ও ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচেও আর্জেন্টিনা দলে নেই ৩১ বছর বয়সী মেসি। ১২ অক্টোবর ইরাকের বিপক্ষে খেলবে স্কালোনির দল। আর ১৬ অক্টোবর দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে কবে দলে পাবেন তা জানেন না বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া স্কালোনি।

“আমি প্রায় দশ দিন আগে মেসির সঙ্গে কথা বলেছিলাম। ওই আলাপের পর আমরা তাকে দলে না ডাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেই।”

“এরপর কি ঘটতে পারে তা নিয়ে আমরা কথা বলিনি। আমরা কথা বলেছিলাম, কিভাবে দল খেলেছিল সে সম্পর্কে। কারণ সত্যি লিও সবকিছু দেখে।”