
গতকাল ন্যু ক্যাম্পে সেভিয়ার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেতে চাইলে এই ম্যাচ জয় ছাড়া বিকল্প কোন পথ নেই বার্সেলোনার। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে মেসির দুর্দান্ত পারফরম্যান্স এর উপর ভিত্তি করেই জয় পেল বার্সেলোনা।
নিজে গোল করলেন, সতীর্থকে দিয়ে একটা করালেন। দলের হয়ে মুখ্য ভূমিকা রাখলেন তিনি। কিন্ত পুরো ম্যাচ মাঠে থাকতে পারলেন না। হাতের ইনজুরি নিয়ে মাত্র ১৭ মিনিটেই মাঠের বাইরে চলে যেতে হলো বার্সেলোনার প্রানভ্রমরা লিওনেল মেসিকে! ম্যাচের ১৭ তম মিনিটে অস্বাভাবিক ভাবে মাটিতে পড়ে হাতে ব্যাথা পান মেসি।
নেওয়া হয় মাঠের বাইরে। চলে তাকে সুস্থ করে তোলার চেষ্টা। দীর্ঘ সময় ধরে তাকে শুশ্রূষা করতে থাকেন মেডিকেল টিমের সদস্যরা। তার হাতে পুরু ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়। ২২ মিনিটে তার বদলি হিসেবে মাঠে নামেন ডেম্বেলে।
এই ইনজুরির কারণে মেসি হয়তো খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্ল্যাসিকো ম্যাচ। মিস করতে পারেন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ ও! প্রায় তিন সাপ্তাহের মত মাঠের বাহিরে থাকবে মেসি।
