আগামীকাল ৩ ডিসেম্বর সোমবার ঘোষণা করা হবে ব্যালন ডি’অরজয়ীর নাম। তবে তার আগেই ফাঁস হয়ে গেছে সেরা তিনে থাকা খেলোয়াড় ও বিজয়ীর নাম। হ্যাঁ, স্প্যানিশ রেডিও ‘ওন্দা সিরো’র তথ্য অনুযায়ী এবার এই পুরস্কার জিতছেন লুকা মদ্রিচ। সেরা তিনে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো আর অ্যান্থনিও গ্রিজম্যানকে হারিয়ে এই পুরস্কার জিতছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

আর এই খবরে চরম হতাশ স্পেনের সাবেক বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক। গত মৌসুমে বার্সেলোনাকে স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধার করার পাশাপাশি কোপা দেল রে’র চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। সেই সঙ্গে স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি’ ট্রফিও জিতেন এলএম টেন।

তারপরও লিওনেল মেসিকে ব্যালন ডি’অরের সেরা তিনে রাখেনি। যদিওবা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণার বাকি। তথাপি রেডিও ‘ওন্দা সিরো’র ফাঁস হওয়া তথ্যে চরম হতাশ এবং ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদের কোচ দেল বস্ক। সেই সঙ্গে মেসিবিহীন ব্যালন ডি’অরের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এ প্রসঙ্গে মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেল বস্ক বলেন, ‘মেসি এখানে নেই, তাতে আমি খুবই বিষ্মিত হয়েছি। বিশ্বের সেরা খেলোয়াড়ের সেরা তিনে যদি মেসির নাম না থাকে তাহলে এটা (পুরস্কার) তার সবরকমের যোগ্যতা হারাবে। সত্যি কথা বলতে এখানে মেসির নাম না থাকায় আমার কাছে কিছুটা অদ্ভূতই মনে হয়েছে।’

মেসি এর আগে পাঁচবার ব্যালন ডি’অর পুরস্কার জয়ের স্বাদ পেয়েছেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও মেসির সমান পাঁচবার এই পুরস্কার নিজের শোকেসে তুলেন।