২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রিতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১০।

দেখেনিন তাদের স্কোয়াড।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: নাহুয়েল গুসমান, সার্জিও রোমেরো, আগুস্তিন মার্চেসিন।

ডিফেন্ডার: ফেদেরিকো ফাসিও, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, নিকোলাস ওতামেন্দি, এমানুয়েল মামানা, হেরমান পেস্সেইয়া।

মিডফিল্ডার: এভার বানেগা, লু্কাস বিগলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, লিয়েন্দ্রো পারেদেস, মার্কোস আকুনিয়া, এদুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, আলেহান্দ্রো গোমেস।

ফরোয়ার্ড: সের্হিও আগুয়েরো, পাওলো দিবালা, মাউরো ইকার্দি ।