
সকলেই হয় তা বা জানে মেসির এটাই শেষ বিশ্বকাপ। ২০২২ সালে ফিটনেস থাকবেনা তাই হয়ত খেলা ছেড়ে দিবেন। তবে মেসিকে এমন চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
আর্জেন্টিনার হয়ে গোলের রেকর্ড গড়েছলেন বাতিস্তুতা। সম্প্রতি তার রেকর্ড ভেঙ্গে দিয়েছেন মেসিই। তবে উত্তরসূরীর জন্য শুভকামনা জানাতে ভুলে যায়নি সাবেক এই স্ট্রাইকার।
আগামী বিশ্বকাপকে শেষ ভেবে মাঠে নামলে চাপে পড়েতে পারে মেসি, এমনটাই মনে করছেন তিনি।
সামনেই ২০১৮ বিশ্বকাপ। ২০২২ সালে হবে কাতারে বিশ্বকাপ। মেসির প্রতি বাতিস্তুতার পরামর্শ এমন, তিনি বলেন, মেসি যদি ইনজুরিতে না পড়ে; তবে যেন কাতার বিশ্বকাপও খেলে। তার উদাস হবার কিছু নেই।
বাতিস্তুতার মতে, দুর্ভাগ্যজনক ভাবে তারা বেশি ভালো খেলছে না। তারা কোচ বদল করছে, ফুটবল ফেডারেশনের সংবিধান বদলহচ্ছে, খেলার ধরণ ও কাজ বদলাচ্ছে।
মেসি সেরা এবং আর্জেন্টিনার হয়ে কাপ জিততে সবই করছে সে। তবে আপনাকে তো এমন একটি দল বানাতে হবে, যেটা মেসির সঙ্গে চলতে পারে।
