
আর কিছু দিন পর শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ব্যস্ত সময় সূচী :
(১) ২৩ মার্চ ইতালি বনাম আর্জেন্টিনা, সুইজারল্যান্ডের বাসেলে।
(২) ২৭ মার্চ ফ্রেন্ডলি ম্যাচ স্পেন বনাম আর্জেন্টিনা, স্পেনের মেট্রোপলিটন লা মাদ্রিদ।
(৩) বিশ্বকাপ ৫ দিনের জন্য আর্জেন্টিনায় আসবে, দেশের বিভিন্ন শহর প্রদক্ষিন করবে ২৭ মার্চ -২ এপ্রিল।
(৪) মে মাসের ২০ তারিখ সমস্ত লিগ শেষ হবে, তারপরেই সমস্ত প্লেয়াররা একে একে দলে এসে যোগ দিবেন, ২৬ তারিখে চ্যাম্পিয়নস লগ ফাইনালের পরে আর বাকি সবাই এসে বিশ্বকাপের জন্য স্কোয়াডে যোগ দিবেন।
(৫) ৩০ মে লা বোম্বোনেরায় বিদায়ী ম্যাচ খেলবে আর্জেন্টিনা সম্ভাব্য প্রতিপক্ষ বলিভিয়া।
(৬) বার্সেলোনা জুয়ান গাম্পার স্পোর্টস সিটিতে ১-৯ জুন সেখানে ট্রেনিং করবে এবং মস্কোর উদ্দেশ্যে স্পেন ছাড়বে, কিন্তু সাম্পাওলির ইচ্ছা ৮ জুন ন্যু ক্যাম্পে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলা, সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইজরাইল।
(৭) বিশ্বকাপের আগে স্কোয়াড ঘোষনা করবেন সাম্পাওলি, প্রথমটি প্রাথমিক স্কোয়াড, এর কিছুদিন পরেই ২য় এবং ফাইনাল স্কোয়াড, ফাইনাল স্কোয়াড ঘোষনার লাস্ট দিন ১ জুন।
(৮) এরপর সেখান থেকে মাস্কোর ট্রেনিং সেন্টারে বিশ্বকাপ মিশন করবে।
(৯) বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আইসল্যান্ড এর সাথে, ২য় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ৩য় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।।
