তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। জানাগেছে, এবারও তিনি পুত্র সন্তানের বাবা হতে চলেছেন। চলতি মাসের শেষ দিকে বা মার্চ মাসের প্রথম দিকে পৃথিবীর আলো দেখতে পারে মেসি-রোকুজ্জোর তৃতীয় সন্তান।

ইতোমধ্যে লিওনেল মেসি তার ছেলে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন। সেটি আবার তিনি ভক্তদেরও জানিয়ে দিয়েছেন। মেসির তৃতীয় সন্তানের নাম দেওয়া হয়েছে সিরো। বর্তমানে দুই ছেলের বাবা তিনি। তার দুই ছেলের নাম হচ্ছে থিয়াগো ও মাতেও।

গত অক্টোবরে লিওনেল মেসি জানিয়েছিলেন, তিনি তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন। কিন্তু তখন জানা যায়নি যে, তিনি পুত্র সন্তানের বাবা হতে চলেছেন না কন্যা সন্তানের বাবা হতে চলেছেন।

তবে নভেম্বরে মেসির স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন যে, আবারও পুত্র সন্তানের মা হতে চলেছেন তিনি।