লিওনেল আন্দ্রেস “লিও” মেসি কুচ্চিত্তিনি। ২৪ জুন ১৯৮৭ রোজারিও , সান্তা ফে, আর্জেন্টিনা জন্মগ্রহণ করে। তিনি একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার। স্পেনের সবথেকে বড় পেশাদার ফুটবল লিগ লা লিগাতে বার্সেলোনা ফুটবল ক্লাব এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের একজন ফরোয়ার্ড (আক্রমণভাগের খেলোয়াড়) হিসেবে খেলেন। তিনি বর্তমান সময়ে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক।

মাত্র ২১ বছর বয়সেই মেসি বালোঁ দর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার দু’টির জন্য মনোনীত হন। পরের বছর তিনি প্রথমবারের মত বালোঁ দর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন।

চলুন একবার দেখে নেই বস্ লিও মেসির ক্যারিয়ারের পারিসংখ্যান ।

ম্যাচ খেলেছেন : ৭৪৪ টি।

গোল করেছেন : ৫৯৬ টি ।

এ্যাসিস্ট দিয়েছেন : ২৩১ টি ।

হ্যাট্রিক করেছেন : ৪৪ টি ।

ট্রফি জিতেছেন : ৩১ টি ।

ব্যালন ডিঅর জিতেছেন : ৫ টি।

গোল্ডেন বুট জিতেছেন : ৪ টি