লা-লিগায় ৫ ম্যাচ রেষ্ট দেওয়া হতে পারে বার্সার প্রাণভোমরা মেসিকে।  আর্জেন্টাইন বোর্ড এমনটাই আবদেন করেছে বার্সা বোর্ডের কাছে।  সামনে রাশিয়া বিশ্বকাপ যেন মেসি মেন্টালি ও ফিজিক্যাল ফিট থাকে এজন্যই এমনটা চাওয়া আর্জেন্টাইন বোর্ডের।

মৌমুমের শুরু থেকে বলতে গেলে একাই বার্সাকে টেনে আনছে মেসি।  এমনকি লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মেসিদের দখলে। চ্যাম্পিয়ন লিগেও ভাল অবস্থানে বার্সালোনা।

যদি মেসিকে ৫ ম্যাচ রেষ্ট দেওয়া হয় তাইলে লিগে পিচিচি ট্রফির রেসে অনেকটাই পিছিয়ে যাবে।  যদিও এখন পর্যন্ত লিগে তার  ২০ গোল।  কিন্তু মেসি সাফ জানিয়ে দিয়েছে ব্যাক্তগত সাফল্যের চেয়ে দলীয় সাফল্যটাই তার কাছে বড়। সামনে সেভিয়া বাদে বড় কোন দল দেখছি না।