১৯২৯ সালে শুরু হয় স্প্যানিশ লা লিগা। সেই থেকে শুরু হওয়া স্প্যানিশ লিগের ইতিহাসে ৮৮ বছরের সেরা ফুটবলার হিসেবে প্রমাণ করেছেন বার্সেলোনা ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করা একটি জরিপে প্রকাশিত করে এই আর্জেন্টাইন জাদুকরকে সেরা ফুটবলার হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস এই তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছেন। ১৯৯৪-২০১০ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন রাউল। এই তালিকার তৃতীয় স্থান লাভ রয়েছেন বার্সেলোনার সাবেক ফুটবলার সিজার রদ্রিগুয়েজ (১৯৪১-১৯৬০), চতুর্থ স্থানে আতলেটিক বিলবাওয়ের তারকা টেলমো জারা (১৯৪০-১৯৫৭) ও পঞ্চম স্থানে রয়েছেন গিওন ও বার্সেলোনার সাবেক ফুটবলার এনরিক ক্যাস্ত্রো কুইনি (১৯৬৮ ও ১৯৮৭)।

প্রতি মৌসুমে ফুটবলারা কত করেছে গোল, লাল কার্ড পেয়েছে কতগুলো, কত মিনিট তিনি মাঠে খেলেছেন- এসব বিষয়ের উপর ভিত্তি করে রিসার্চার হোসে এন্টোনিও ওরটেগা এই স্টাডি প্রস্তুত করে থাকেন। প্রায় ৮৮ বছরের ইতিহাসে লা লিগায় এ পর্যন্ত গোলরক্ষক ছিলেন ৮৫৪জন ও ৯২৮০ জন ফুটবলার অংশ নিয়েছেন। সবার ওপের স্থান পাওয়া মেসি বার্সেলোনার জার্সি গায়ে লা লিগায় এখন পর্যন্ত ৩৪৯টি গোল করেছেন।