আর্জেন্টিনার সুপার স্টার লিওনেল মেসি আর এফসি বার্সেলোনা- এই দুটি নাম যেন এক সুত্রে গাথা। মেসি যতোটা না আর্জেন্টিনা জাতীয় দলের, তারচেয়েও শতগুণ বেশি বার্সেলোনার- এমনটাই মনে করে থাকেন অনেকে। সেই মেসিই কিনা ছাড়ছেন বার্সেলোনা?

এমন একটি গুজবই ভাসে চলছে স্প্যানিশ ক্লাব ফুটবলের বাতাসে। এবার চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ান হলেই নাকি বার্সেলোনা ছাড়বেন মেসি। অন্ততঃ এমনটাই দাবি করছেন ডন বালোনের সাংবাদিক মার্কোস রদ্রিগেজ। তিনি বলছেন, কাছের মানুষদের এই তথ্য এরইমধ্যে জানয়ে দিয়েছেন মেসি।

মেসির বার্সেলোনা ছড়তে চাওয়ার নেপত্যের কারণ নাকি স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। মেসির দুই সন্তানের মা চান নিজের দেশ আর্জেন্টিনায় থিতু হতে। আর মেসি নিজেও চান ছোটবেলার ক্লাব নিউ ওয়েলসে খেলতে।

তবে আর্জেন্টিনা যদি এবারো বিশ্বকাপ না জেতে তাহলে দেশে ফেরাটা অনিশ্চিতই হয়ে যেতে পারে মেসির জন্য। বিশ্বকাপ না জিতিয়ে তার দেশে ফেরা তখন ভালো চোখে দেখবে না আর্জেন্টিনার মানুষ। অন্তত ২০১৮-১৯ মৌসুমে তো নয়ই।  মেসি কি করবেন- তা জানতে তাই অপেক্ষা দীর্ঘই হচ্ছে।