চেলসি লিজেন্ড দিদিয়ের দ্রগবার মতে মেসি এখনও পেলে বা ম্যারাডোনার কাতারে নয়। মেসি এবং রোনালদো দুজন উজ্জ্বল নক্ষত্রের নাম। দুজনই জিতেছেন পাচ বারের বর্ষসেরার পুরস্কার। তবে মেসির কিছু ফ্যান মনে করেন মেসি ম্যারাডোনা পেলের সমতুল্য হয়েছেন। কিন্তু এই বিষয়টাকে পরিষ্কার ভাবে উপস্থাপন করেছেন আইভোরিয়ান ও সাবেক ব্লুজ লিজেন্ড দিদিয়ের দ্রগবা। তিনি জানান –

” সে ফুটবলের জন্যে অনেক কিছুই করেছে, তবে এই নয় যে সে পেলে বা ম্যারাডোনার কাতারে পৌছে গেছে ”

এছাড়াও দ্রগবা আরো জানান –

“সে অবশ্যই পেলে ম্যারাডোনার সমান নয় তবে সমান হতে খুব বেশি দূরেও নেই। বিশ্বকাপ জয় বলতে একজন খেলোয়াড় লিজেন্ড কথাটার আরো এক ধাপ এগিয়ে যাওয়া। তবে মেসি অসাধারণ কিছুই করছে ”

দিদিয়ের দ্রগবা ১৮ বিশ্বকাপে মেসির জন্যে শুভ কামনাও জানান। দ্রগবা আরো জানান যে তার কথা গুলো সম্পূর্ণ সত্য কিন্তু অনেকে ভয়ের কারণে এই কথা গুলো বলে না।