বার্সেলোনার প্রাণ লিওনেল মেসি। তার পচ্ছন্দ মতই একাদশ সাজান বার্সার কোচ ভালভের্দে। বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল ব্রেকে আর্জেন্টিনার সাথে ব্যস্ত সময় পার করছেন মেসি। কিন্তু ডায়ারিও গোল (ফুটবল নিউজ পেপার) দাবী করেছে ভিন্ন কিছু সংবাদ। সংবাদ পত্রটি দাবী করেছে মেসি বার্সা কোচ ভালভের্দেকে পাঁচজন খেলোয়াড়ের একটা তালিকা দিয়েছেন। যে পাঁচজন খেলোয়াড়কে বার্সেলোনার উপর্যুক্ত মনে করছেন না তিনি।

এই খেলোয়াড়রা হলেন

১- আন্দ্রে গোমেজ

২- পাকো আলকাসের

৩- এলেক্স ভিদাল

৪- লুকাস ডিগনে

৫- ডেনিস সুয়ারেজ

২০১৬ সালে ভ্যালেন্সিয়া থেকে ৪২ মিলিওনে আন্দ্রে গোমেজকে সাইন করেছিলো মেসির ক্লাব বার্সেলোনা। কিন্তু পাওলিনহোর অসাধারণ খেলায় মুগ্ধ হয়েছেন মেসি, যে কারণে আন্দ্রে গোমেজকে আর প্রয়োজন মনে করছেন না লিও মেসি। এছাড়াও ফুল ব্যাকে থাকা ভিদাল ও ডিগনে, মেসিকে সন্তুষ্ট করতে পারে নি বলেও দাবী জানিয়েছে এই নিউজ পেপার।