লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোকে। স্প্যানিশ এই মিডফিল্ডার বললেন, পাঁচ বারের বর্ষসেরা ফুটবলারকে থামানো প্রায় অসম্ভব।

রিয়াল মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোতে আগামি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক স্পেনের মুখোমুখি হবে হোর্হে সাম্পাওলির দল আর্জেন্টিনা।

ম্যানচেস্টারে মাঠে গত শুক্রবার ইতালির বিপক্ষে দলের ২-০ গোলে জয়ী ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মেসি না খেললেও এই ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে।

ক্লাব ফুটবলে আর্জেন্টিনার সুপার স্টার লিওনেল মেসির মুখোমুখি হওয়ার অনেক অভিজ্ঞতা আছে কোকের। সেই সব অভিজ্ঞতা থেকে আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার জানালেন, মেসিকে চ্যালেঞ্জ জানানোয় প্রতিপক্ষের তেমন কিছু করার থাকে না।

“তাকে থামানো খুব কঠিন কাজ। আপনাকে মাঠের অনেকটা জায়গা কাভার করতে হবে, সবসময় রক্ষণে সহযোগিতা করতে হবে…এবং আশা করতে হবে এটা তার দিন নয়।”