
মাত্র ৭৯ দিন পরেই শুরু হচ্ছে ২০১৮ সালের রাশিয়ার বিশ্বকাপ আসর। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ উপলক্ষ্যে সব দল গুলোয় নিজেদের ডেলে সাজানোর চেষ্টায় ব্যস্ত।লিওনেস মেসি জাতীয় দলের হয়ে ৪ টি ফাইনাল খেললেও আজও শিরোপার দেখা পাননি। এই অপূর্ণতা ঘোচাতে চান মেসি ২০১৮ বিশ্বকপ জিতে।
২০১৪ সালের কথা জার্মানীর কাছে অতিরিক্ত সময়ে ১-০গোলে হেরে যায় তারা। আবার সেই ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকায় চিলির কাছে হারে দলটি।
২০০৭ সালেও আমেরিকার ফাইনালেও উঠেছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।আজ রাতে (মঙ্গল বার) বাংলাদেশ সময় রাত রাত দেড়টায় প্রীতি ম্যাচে স্পেনের মুখোমুখী হচ্ছে আর্জেন্টিনা।
এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বিশ্বকাপের স্মৃতি চারণ করে মেসি বলেন,এটা কঠিন ছিল। কারণ আমরা ট্রফি তুলে ধরতে পারিনি। বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে যাওয়াটা ছিল খুবই কষ্টের।
এই ক্ষুদে যাদুকর আরো বলেন, আমরা নিজেরা নিজেদের কাছে ঋণী। আমরা জনগনকে এখনো কিছুই দিতে পারিনি। তবে আমরা সর্বদাই সেরাটা দেয়ার চেষ্টা করছি। আমরা তিনটি ফাইনালে খেলেছি। কিন্তু একটিতেও জিততে পারিনি।
হয়তো সৃষ্টিকর্তাই চাননি আমরা জিতি। আমাদের দলের অনেকেই হয়তো শেষবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছি। এটা আমাদের শেষ সুযোগ এবং আগের তুলনায় বেশি প্রত্যাশা এখানে।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখলেও দলটিকে ফেভারিট মানতে নারাজ মেসি। এ প্রসঙ্গে মেসির বক্তব্য, আর্জেন্টিনা প্রতিবারই এই মেজর টুর্নামেন্টের একটি উল্লেখযোগ্য প্রার্থী। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান পরিস্থিতি, খেলা এবং খেলার ধরনের কারণে সময় বিবেচনায় আমরা ফেভারিট দল নই। আমরা মনে হয় স্পেন, ব্রাজিল, জার্মানি এবং ফ্রান্স আমাদের চেয়ে অনেক ভালো দল।
আবার আজকে রাত্রে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল বনাম জার্মানি ও আর্জেন্টিনা বনাম স্পেন। এই ব্রাজিল ববনাম জার্মানির খেলা নিয়ে মেসি বলেন ফেভারিট ব্রাজিলকেই রাখবো
