গত রাতে লা-লিগা ম্যাচে বার্সেলোনার মুখমুখি হয় লেগানেস। এই ম্যাচে মেসির হেট্রিকে উড়ে যায় লেগানেস। ফলাফল হিসেবে ৩-১ গোলে জয় পায় বার্সা।

 

লেগানেস’র বিপক্ষে ম্যাচের পর মেসির অর্জন:

১। মেসির হ্যাট-ট্রিকে ৩-১ গোলের জয়।

২। এটা ছিল বার্সার হয়ে মেসির ৪০তম হ্যাট-ট্রিক (২৯ লা লিগা, ৭ চ্যাম্পিয়নস লিগ, ৩ কোপা দেল রে, ১ সুপার কোপা)।

৩। মেসিই একমাত্র প্লেয়ার, যিনি একটি সিঙ্গেল লা লিগা মৌসুমে ৬ টি গোল ফ্রি-কিকে করেছেন (এই মৌসুমে আরো ৭ ম্যাচ বাকি আছে)।

৪। এখন পর্যন্ত লা লিগায় ২৯ টি (সর্বোচ্চ) গোল করেছেন মেসি যেটা লেগানেসের পুরো স্কোয়াডের থেকে বেশি।

৫। ২০০৩/০৪ মৌসুমের পর লিও মেসিই প্রথম প্লেয়ার যিনি টানা ৬ লিগ ম্যাচে বক্সের বাইরে থেকে গোল করার কৃতিত্ব দেখান।

৬। রিয়াল সোসিয়েদাদ’র গড়া টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসালো বার্সা! যার প্রধান কারিগর লিও মেসি।

৭। ইউরোপের টপ ৫ লিগের সর্বোচ্চ গোলদাতাদের দেয়া হয় “গোল্ডেন শু” অ্যাওয়ার্ড। আর এখানে সর্বোচ্চদের তালিকায় মোহাম্মদ সালাহ’র পাশাপাশি মেসিও আছেন। মেসি ২৯ গোল! আর সালাহ ২৯ গোল।

৮। ২০১২/১৩ মৌসুমের পর এই প্রথম টানা ৮ ম্যাচে গোল করলেন মেসি। ৯। ক্লাব এবং দেশের হয়ে স্পেনের মাটিতে ৫০০ তম গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

১০। এই ম্যাচের মধ্য দিয়েই বাম পা’র সাহায্যে ৫০০ তম (৫০২) গোল করার কৃতিত্ব দেখান তিনি।

১১। মেসির অফিসিয়াল ক্যারিয়ার’র গোলসংখ্যা এখন ৬০৭ টি, অ্যাসিস্ট ২৪৭ টি (৭৫২ ম্যাচ)।

১২। ২০১৭/১৮ মৌসুমে এখন পর্যন্ত নিজ দেশ ও ক্লাবের হয়ে ৫১ ম্যাচে করেছেন ৪২ গোল এবং ১৬ টি অ্যাসিস্ট।

১৩। ২০১৮ সালে নিজ দেশ ও ক্লাবের হয়ে করেছেন ২০ গোল ও ৯ অ্যাসিস্ট (২১ ম্যাচ)।