
আজকের কোপা দেলরের ফাইনাল নিয়ে টানা পঞ্চমবারের মত কোপা ডেল রের ফাইনাল খেলবে বার্সালোনা। আগের টানা চার ফাইনালের প্রথমটাতে জেতা হয়নি বার্সার তবে এরপর তিনটিতেই শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা।
এবার টার্গেট চতুর্থ শিরোপা। আর সেটা করতে পারলেই প্রথমবারের মত টানা চার কোপা ডেল রে জয়ের ইতিহাস গড়বে তারা। এর আগে শুধু মাত্র ২টি ক্লাব টানা চারটি কোপা ডেল রে জিতেছিল।
রিয়াল মাদ্রিদ (১৯০৫, ০৬, ০৭, ০৮) ও অ্যাথলেটিকো বিলভাও ( ১৯৩০, ৩১, ৩২, ৩৩)। এবার এই দুই ক্লাবের সাথে তৃতীয় ক্লাব হিসেবে বসার সুযোগ বার্সার সামনে।
