
ফুটবলের আরেক নাম লিওনেল মেসি। কারো কোন সন্দেহ আছে। কোন সন্দেহ ছাড়াই বর্তমানে বিশ্বের সেরা দুইজনের একজন ফুটবলার মেসি। তার ক্যারিয়ারে অনেক রেকর্ড ভেঙেছেন আবার ভেঙে সেখানে নিজের নামকে বসিয়েছেন।
সাধারনত রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। তবে কিছু কিছু রেকর্ড অনেক সময়ই থেকে যায় ধরা ছোয়ার বাইরে। লিওনেল মেসি তার ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন।
তবে তার মধ্যে এই চারটি রেকর্ড ভাঙা আদৌ সম্ভব নাও হতে পারে। কি সেই চারটি রেকর্ড?
১. এক বছরে ৯১ গোল: ২০১২ সালে মেসি এই রেকর্ড করেছেন। গার্ড মুলার করেছিলেন এক বছরে ৮৫ গোল। মুলারের এই রেকর্ডটি ৪০ বছর টিকেছিল। এরপর মেসি সেই রেকর্ড ভেঙে করেছেন ৯১ গোল। এক বছরে ৯১ গোল করা অন্য যেকোন তারকার পক্ষেই দুষ্কর। দেখার বিষয়, এই রেকর্ড কতবছর স্থায়ী হয়।
২. টানা চারটি ব্যালন ডি অর: লিওনেল মেসি ও রোনারদো দুজনেই ৫টি করে ব্যালন ডি অর জিতেছেন। তবে তার মধ্যে টানা চারবার ব্যালন ডি অর জিতেছেন মেসি।
৩. লা লিগায় সর্বোচ্চ গোল: মেসির আরো একটি রেকর্ড হল লা লিগায় সর্বোচ্চ গোল। মেসির বর্তমানে গোল ৩৭৪টি এই প্রতিযোগিতায়। এই মুহুর্তে মেসির একমাত্র প্রতিযোগীর নাম রোনালদো। প্রতিযোগীতায় তার গোল ৩০৭টি। মেসির চেয়ে অনেক কম ম্যাচেই ৩০৭ গোল করেছেন তিনি। গোল গড়ও মেসির থেকে ঢের বেশি। কিন্তু তারপরও তিনি মেসির এই গোল টপকাতে পারবেন কিনা সন্দেহ থেকেই যায়। মেসির বয়স ৩০, রোনালদোর ৩৩। অন্যদিকে নেইমার ইস্যুতে তোলপাড় অবস্থা। নেইমার রিয়াল মাদ্রিদে আসলে রোনালদো রিয়ালে থাকবেন তারও নিশ্চয়তা নেই। আর রোনালদো চলে গেলে মেসির গোল রেকর্ড ভাঙার কোন চ্যালেঞ্জ জানানোরও কেউ নেই।
৪. এক মৌসুমে ৭৩ গোল: ২০১১/১২ মৌসুমে মেসি করেছিলেন ৭৩ গোল যা কোন সিঙ্গেল মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। সেবার লা লিগায় ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। ১৪টি গোল করেছিলেন চ্যাম্পিয়নস লিগে।
