
মেসির হ্যাট-ট্রিকে ৪-২ গোলের জয়ে লা লিগা নিশ্চিত করলো বার্সা শিবির। বার্সার লা লিগা ইতিহাসের এটা ছিল ২৫তম শিরোপা বার্সার হয়ে অপর গোলটি করেন কৌতিনহো। সুয়ারেজও দুইটা অ্যাসিস্ট করে দলের জয়ে ভূমিকা রেখেছেন এই মৌসুমে একমাত্র অপরাজিত দল বার্সা।
“দেপোর্তিভো লা করুনা” তাদের কথা অনুযায়ী ম্যাচ শুরুর আগ মূহুর্তে “গার্ড অব অনার” প্রদান করেছে।
১। লা লিগা ইতিহাসে লিও মেসি’ই একমাত্র প্লেয়ার যিনি ৭ টি ভিন্ন ভিন্ন মৌসুমে ৩০/৩০+ গোল করার কৃতিত্ব দেখান।
২০০৯/১০ মৌসুমে করেন ৩৪ গোল।
২০১০/১১ মৌসুমে করেন ৩১ গোল।
২০১১/১২ মৌসুমে করেন ৫০ গোল।
২০১২/১৩ মৌসুমে করেন ৪৬ গোল।
২০১৪/১৫ মৌসুমে করেন ৪৩ গোল।
২০১৬/১৭ মৌসুমে করেন ৩৭ গোল।
২০১৭/১৮ মৌসুমে এখন পর্যন্ত ৩২ গোল করেছেন (৪ ম্যাচ বাকি)।
২। এখন পর্যন্ত লা লিগার টপ স্কোরার মেসি (৩২ গোল)।
৩। সর্বোচ্চ ম্যান অব দ্যা ম্যাচ-মেসি।
৪। সর্বোচ্চ অ্যাসিস্ট- মেসি।
৫। সর্বোচ্চ কি পাস- মেসি।
৬। সর্বোচ্চ ড্রিবলকারী- মেসি ।
বার্সার এ জয় ইনিয়েস্তাকে উৎসর্গ করলেন তার সতীর্থরা।
