
বিশ্বকাপ পর্ব শুরু হতে আর দেড় মাসও বাকি নাই । তার মধ্যেই কোচ সাম্পাওলি মেসির সঙ্গে কারা থাকবে তার জন্য ইউরোপ ঘুরে বেরাচ্ছে । তবে এবার বিশ্বকাপ পর্বের ম্যাচগুলোতে আক্রমন ভাগে হেগুয়েন ও দিবালা প্রায় নিশ্চিত বলা যায় । থাকছেনা আর এক আক্রমনভাগের তারকা ইকার্দি ।
মেসির সঙ্গে আক্রমনভাগে কে থাকবে কে থাকবে না তা বলা ছিল বড়ই দুস্কর । কেননা মেসি ও দিবালার মাঠের মধ্যে রসায়নটা কোনো ভাবেই মিলছিল না । তবে হেগুয়েন ও আক্রমনভাগে থাকবে সাথে দিবালাও ।
তবে এ ক্ষেত্রে কোচের পছন্দ আগুয়েরো ও হেগুয়েন । এখন দেখার বিষয় হচ্ছে বিশ্বকাপে আক্রমন ভাগে কাকে মাঠে নামায় কোচ ।
