
আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বার্সালোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সার মাঠে ন্যু-ক্যাম্পে এই ম্যাচের আগে গার্ড অব অনার নিয়ে তোলপাড় স্পেন। বার্সালোনার খেলোয়াররা গার্ড অব অনারের দাবি জানালেও সেটা যে দিবেনা তা পরিষ্কার করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবুও আলোচনার কমতি নেই। লড়াইটা যে এল-ক্লাসিকো।
তবে আলোচনার শেষ না হলেও আজকে ম্যাচ লিওনের মেসির শেষ ম্যাচ হতে পারে। হয়তো এই ম্যাচের পর আর বার্সালোনার হয়ে মাঠে নাও দেখা যেতে পারে বার্সালোনার আর্জেন্টাইন এই তারকাকে। তবে সেটা আজীবনের জন্য না। রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত!
বিশ্বকাপের আর বাকি আছে মাত্র ৪০ দিন। এরই মধ্যে প্রতিটি দলের কোচ নিজ নিজ ঘর গুছানোর কাজগুলো করে নিচ্ছেন। প্রতিটি কোচই চাচ্ছেন দলের সেরা খেলোয়াররা বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রাম এবং নিরাপদে থাকুক। আর্জেন্টিনা কোচ সাম্পাওলিও এর ব্যাতিক্রম নয়।
তাই আজকের মর্যাদার এল ক্লাসিকোর পর মেসিকে আর মাঠে না নামানোর জন্য বার্সাকে অনুরোধ করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে মেসি যাতে কোন ধরনের ইনজুড়িতে না পরে এবং পর্যাপ্ত বিশ্রাম সেজন্যই এই ব্যবস্থা। আর আর্জেন্টিনার ডাকে সারা দিয়ে হয়তো মেসিকে আর নাও খেলাতে পারে বার্সালোনা। আর সেটা হলেই বিশ্বকাপের আগে এটাই হতে পারে মেসির শেষ ম্যাচ বার্সার হয়ে।
