ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ২২২ মিলিয়ন রেকর্ডে বার্সেলোনা ছেড়ে প্যারসি সেন্ট জার্মেইতে নাম লিখিয়েছেন । আর তার এ দলবদলে অনেকটাই দিশেহারা বার্সেলোনা। তবে এবার নতুন গুঞ্জন শুরু হয়েছে বার্সার প্রাণভোমরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে।

আর মেসির এ দলবদলের গুঞ্জনে নতুন করে যোগ হল ফরাসি সংবাদমাধ্যম সি প্লাস ফ্রান্সিয়া। সেই সাথে জানা গেছে, মেসিকে দলে ভেড়ানোর জন্য ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। আর সেখানে মেসির সঙ্গী হবেন আর্জেন্টাইন সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো।

কিছুদিন আগে নেইমারের দলবদলের পর এখন পর্যন্ত সেই শূণস্থান পূর্ণ করতে পারেনি কাতালানরা। আর এরই মধ্যে শঙ্কা দেখা দিয়েছে বার্সায় মেসির ভবিষ্যৎ নিয়ে!

চলতি বছরের জুলাইতে অবশ্য মেসির সাথে নতুন চুক্তি সম্পন্ন করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সা। আর নতুন এ চুক্তি অনুযায়ী মেসির বাই আউট ক্লজের পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ মিলিয়ন ইউরো।

তবে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপে পরাজয়ের পর শোনা যায়, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি লিওনেল মেসি বরং চুক্তির আনুষ্ঠানিকতা এখনও বাকি। ঠিক এরপর থেকেই মেসিকে নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন।

কিন্তু বার্সেলোনার বলেছে , অল্প কয়েক দিনের মধ্যেই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন মেসি। তবে অন্যদিকে জানা গেছে, ম্যানচেস্টার সিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার তালিকায় নতুন নাম যোগ হয়েছে। তিনি আর কেউ নয়, বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি।