বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলেও এদেশের মানুষের ফুটবল উন্মাদনা-উত্তেজনার কোন কমতি থাকে না। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। বরাবরের মতো এবারও প্রিয় দলের পতাকা, খেলোয়াড়ের ছবি, জার্সি নিয়ে পাগলামিতে মেতে উঠেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে একটি বড় অংশ জুড়ে রয়েছে আর্জেন্টিনার সমর্থক।

মেসি-ম্যারাডোনার দেশ আর্জেন্টিনাকে নিয়েই বেশি মাতামাতি করতে দেখা যায় তাদের। বিশাল দৈর্ঘ্যের পতাকা বানিয়ে-জার্সি পরে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন তারা। তাদের এই ভালোবাসা নজর এড়ায়নি লিওনেল মেসির। গতকাল ১৯ তারিখ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মেসি।

সেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের আর্জেন্টিনার পতাকা এবং মেসির ছবি নিয়ে র্যালি করার ভিডিও তুলে ধরেছেন তিনি। আর এভাবেই বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানালেন তিনি।

মেসির পোস্ট করা সেই ভিডিও ক্যাপশনে লেখা আছে, রাশিয়া-২০১৮ বিশ্বকাপে মেসিকে সমর্থন দিয়ে করা ভিডিওগুলো আমাদের এসএমএস করে পাঠান এবং মেসি.কম এ ভিজিট করুন।