
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বলতে গেলে খুব একটা স্বস্তিতে নেই সাদা-আকাশী জার্সির দলটি। আগামীকাল ২১ জুন রাত ১২ টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
তবে আগামীকালের ম্যাচটিতে অবশ্যই জয় পেতে হবে আর্জেন্টিনার। যদি হেরে যায় তাহলে শেষ ম্যাচে জয় ও প্রতিপক্ষ দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে তাদের।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলে রয়েছেন লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, পাওলো দিবালা, আগুয়েরোর মতো তারকারা। যার ফলে দল নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়েন কোচ জর্জ সাম্পাওলি। অন্যদিকে মেসি ও দিবালা একই পজিশনে খেলেন। যার ফলে অনেকেই মনে করেন মেসির পরিবর্তে রয়েছেন দিবালা।
তবে এসব নিয়ে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দিবালা বলেন, ‘মেসির কোনও পরিবর্তিত খেলোয়াড় নেই এখানে, বার্সেলোনায় নেই, সারা বিশ্বের কোথাও নেই। তাই আমি মনে করি, আমাদের অবশ্যই একসাথেই খেলা উচিৎ।’
তিনি আরো বলেন, ‘আমাদের খুঁজে বের করতে হবে, কীভাবে আমি দলে জায়গা নিতে পারি। কারণ আপনারা বলেন, তিনি যে পজিশনে খেলেন, আমিও সেই পজিশনে খেলতে অভ্যস্ত। সম্প্রতি আমি ওই পজিশনে খেলতে অভ্যস্ত হয়েছি। কিন্তু আমি অবশ্যই মনে করি, আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
দিবালা আরো বলেন, ‘আমরা জানি যে, আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছে। আমাদের অবশ্যই তার থেকে সুবিধা নিতে হবে। তাকে প্রতিপক্ষের প্রত্যেক খেলোয়াড় মার্কিং করায় তিনি যে জায়গাগুলো তৈরি করে দেন, তার সুবিধা আমাদের নিতে হবে। বৃহস্পতিবার ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে, যারা প্রথম ম্যাচে নাইজেরিয়াকে হারায় ২-০ গোলে।’
