রাশিয়া বিশ্বকাপের দ্বিতিয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর রীতিমতো টর্নেডো চলছে আর্জেন্টাইন ক্যাম্পে। খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা, পারস্পরিক দোষারোপ, ভক্তদের তীর্যক বাক্যবাণ আর সাবেক খেলোয়াড়দের কাছ থেকে সমালোচনা- সব কিছু মিলিয়ে যেন সবচেয়ে খারাপ সময় পার করছে আর্জেন্টিনা।

কোয়ালিফায়িং রাউন্ড থেকেই হতাশা বিরাজ করছিল মেসিদের পারফরমেন্সে। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্বের এমন অবস্থা হবে কেউ হয়ত ভাবতেও পারেনি। প্রথম ম্যাচে দুর্বল আইসল্যান্ডের সাথে ১-১ ড্র, আর গতকাল বিশাল ব্যবধানে পরাজয়। আর তাই প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ার শঙ্কায় আর্জেন্টিনা।

এমন অবস্থায় দলের ভেতরে শুরু হয়েছে অস্থিরতা। কোচ খেলোয়াড়দের দুষেছেন। আবার খেলোয়াড়দের অনেকে কোচের ওপর যে ক্ষুব্ধ তারও আভাস পাওয়া যাচ্ছে। পরবর্তী ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে।

শেষ পর্যন্ত যদি প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় তাহলে একসাথে ৭ জন খেলোয়াড়কে হারাতে পারে আর্জেন্টিনা। মেসিও তো একবার অবসর নিয়েছিলেন। এবার বাদ পড়লে হয়ত চূড়ান্ত অবসর নেবেন।

এছাড়া ডি মারিয়া, মাসচেরানো, মার্কোস রজো, বানেগা, আগুয়ারো এবং হিগুইনও অবসরে চলে যেতে পারেন বিশ্বকাপ মিশন শেষ হওয়ার সাথে সাথেই। এমন জল্পনা কল্পনা চলছে দক্ষিণ আমেরিকার দেশটিতে।

আর গতকালের ম্যাচের গোলকিপার উইলি কাবায়েরোকে হয়তো দল থেকে বাদও দেয়া হতে পারে। তার কারণেই ক্রোয়েশিয়ার কাছে এমনভাবে হারতে হয়েছে- মনে করেন অনেকে।