
কী এমন হলো মেসির? রাশিয়া বিশ্বকাপে চেনাই যাচ্ছে না তাকে। ক্লাব ফুটবলে শাসন করা খেলোয়াড় হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছেন। এমন বিপর্যয়ের কারণ কি? বিশ্লেষণ করেছেন বিবিসির ক্রীড়া সাংবাদিকরা। তারা তুলে ধরেছেন ৫ কারণ।
১. ক্লান্তি: ২০১৭-১৮ ইউরোপীয় মৌসুমে মেসি খেলেছেন ৫৪টি ম্যাচ। মাঠে ছিলেন মোট ৪৪৬৮ মিনিট। ম্যাচপিছু গড় ৮২.৭ মিনিট। অতিরিক্ত নির্ভরতার কারণে প্রায় সব ম্যাচের গোটা সময় ধরেই খেলানো হয়েছে তাকে।
২. চোট: ছোট হলেও চোট রয়েছে মেসির। এমনই দাবি, আর্জেন্টিনার পত্রিকা ক্লারিনের। তাদের দাবি, ডান-পায়ের ঊরুর মাংসপেশিতে সামান্য চোট রয়েছে ছোট ম্যাজিসিয়ানের। যে কারণে দৌড়ানো ও গতি পরিবর্তন করতে কিছুটা সমস্যা হচ্ছে।
৩. সতীর্থদের বাজে পারফরম্যান্স: দলগতভাবেই খারাপ খেলছে আর্জেন্টিনা। বাছাইপর্ব থেকেই হতাশ করছেন তারা। সতীর্থদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাচ্ছেন না মেসি। তাই হতাশ দেখাচ্ছে তাকে।
৪. রোনাল্ডোর সঙ্গে তুলনা: প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন আগুনে ফর্মে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই মেসির সঙ্গে চলছে তার তুলনা। একদিকে ডানা মেলে ধরছেন রোনাল্ডো। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকাই অনিশ্চিত আর্জেন্টিনার। সেটাও চাপে রাখছে ফুটবলের বরপুত্রকে।
৫. ফোরলানের দৃষ্টিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় এসেছে আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপে শেষবার জিতেছিলেন আলবিসেলেস্তেরা। ৩২ বছর কেটে গেলেও সোনার হরিণ আর ছোঁয়া হয়নি দলটির।
২০১০ বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় উরুগুয়ের ডিয়েগো ফোরলান বললেন, বিশ্বকাপ জয়ের প্রচণ্ড চাপের জন্যই দলটি ভালো পারফর্ম করতে পারছে না।
তিনি বলেন, খেলোয়াড়রা বিশ্বকাপ উপভোগ করতে পারে না। শিরোপা জয়ের প্রত্যাশাই চাপে রাখে আর্জেন্টিনাকে। আপনি যদি খেলাটা উপভোগ না করে প্রত্যাশা হিসেবে নেন, তাহলে ভালো করতে পারবেন না।
