সকল ফুটবল প্রেমীদের মুখে একটিই প্রশ্ন কে সেরা? মেসি নাকি রোনালদো, এই দুজনকে নিয়ে আলোচনার শেষ নেই। কেউ বলে মেসি সেরা আবার কেউ বলে রোনালদোই সেরা। এবার মেসি- রোনালদোর মাঝে কে সেরা এই প্রসঙ্গে মুখ খুললেন ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ইউনাইটেড সতীর্থ ওয়েন রুনি।

মেসি ও রোনালদো এই দুইজনের থেকে একজনকে বেছে নিতে বললে সাবেক ইংলিশ অধিনায়ক মেসিকেই বেছে নেন।

রুনি ও রোনালদো ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এক সাথে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। রুনি ও রোনালদো সেখান একসাথে ৩ টি প্রিমিয়ার লীগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি, এফএ কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন।

ওয়েন রুনি সাবেক সতীর্থ রোনালদোকে বেশ পছন্দ করলেও সেরার বিচারে মেসিকেই এগিয়ে রাখেন। তিনি বলেন,” ওরা দুজনই অসাধারন ফুটবলার কিন্তু আমার কাছে মেসিই সেরা,মেসি সর্বকালের সেরা ফুটবলার।” কেন তিনি মেসিকে সেরা হিসেবে বেছে নিচ্ছেন তার কারন জানতে চাইলে তিনি বলেন,”আমি চিন্তা করি শুধুই মেসি সেরা,আমার চোখে সেই সর্বকালের সেরা ফুটবলার।”