
লিওনেল মেসি তার ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই কাতালান ক্লাব বার্সেলোনার হয়েই খেলছেন। তবে এর আগে অনেক ক্লাব তাঁকে কিনতে চাইলেও কিনতে পারেনি। এবার মনে হয় বার্সেলোনা ছেড়ে দিচ্ছে মেসি।
স্প্যানিশ সংবাদমাধ্যম থেকে জানা যায়, মেসিকে পাওয়ার জন্য তাঁর সঙ্গে গোপনে যোগাযোগ করছে ম্যানচেস্টার সিটি! কিছু দিন আগেই স্প্যানিশ লা লিগা ছেড়ে ইতালিয়ান সিরি আ’তে যোগ দেন মেসির চির প্রতিদ্বন্দ্বী রোনালদো। তাঁর মধ্যে এই খবর সত্যিই চমকে দেওয়ার মতো।
কাতালান ক্লাব বার্সেলোনার সাবেক কোচ ও বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। আর আর্জেন্টাইন সুপার স্টার মেসির সঙ্গে গার্দিওলার খুব ভালো সম্পর্ক সেটা সকলের জানা। এই গার্দিওলার কাছ থেকে তালিম নিয়ে নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেন মেসি। আর এই সুযোগটাই কাজে লাগাতে যায় ম্যানসিটি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও লিগ শিরোপা জিতে গার্দিওলার দল। আর তাই নতুন মৌসুমে সম্ভাব্য সকল শিরোপাই জিততে চায় গার্দিওলা।
আর তাই দলকে শক্তিশালী করার জন্য মেসিকে দলে চায় তারা এ জন্য ৮০০ মিলিয়ন ইউরো পর্যন্ত বিড করতে রাজি ম্যানসিটি।
সে জন্য মেসির কাছের লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা করছে ম্যানচেস্টার সিটি। মেসির বাবা জর্জ হোরেসিওর সঙ্গে ম্যানচেস্টার সিটির পরিচালকের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে । বার্সেলোনা ছেড়ে ম্যানসিটিতে যোগ দিচ্ছেন মেসি , এমন খবর প্রায় নিশ্চিতভাবে জানিয়েছে কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম!
এদিকে, ২০২০-২১ মৌসুম পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন মেসি। সেই চুক্তিতে ৩২ বছর বয়সী মেসির বাইআউট ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো।
