
কোনো এক নতুন জায়গায় গিয়ে সকলের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় সবাই। চলতি বছরে গত জানুয়ারিতে বার্সালোনায় পা রাখে কলম্বিয়ান তারকা ইয়েরি মিনা। সেখানে এসে সকলের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে মজার একটি উপায় বের করেন!
অনুশীলন চলাকালিন সময় প্রায় প্রতিদিনই মেসি-সুয়ারেজের সাথে বাজি ধরতেন তিনি। তাদের ভিতর বাজি ছিলো কে কেমন ফ্রি কিক করে। আর এই বাজিতে পরাজিত হয়ে প্রায়দিনই ৫০ ইউরো দিতে হতো মেসিকে। এই মজার তথ্যটি দিয়েছেন তিনি নিজেই!
ইয়েরি মিনা বলেন, ‘আমি যখন প্রথম বার্সেলোনায় আসি তখন সতীর্থদের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে বাজি ধরতাম। বাজি হতো কে কতটা ভালো ফ্রিকিক নিতে পারে। মেসি ও সুয়ারেজের সঙ্গে এই বাজি ধরার অন্য একটা উদ্দেশ্যও ছিল। আমি ওদের নেওয়া ফ্রিকিক মুগ্ধ হয়ে দেখতাম।
এনিয়ে মিনা আরও বলেন, ‘ওরা ফ্রিকিক যেভাবে ইচ্ছা নিতে পারে। প্রতিদিনই কমপক্ষে ৫০ ইউরো করে মেসি আর সুয়ারেজকে আমি দিয়েছি। পুরো ব্যাপারটাই আমি উপভোগ করতাম।’
এবারের বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে দুর্দান্ত খেলেছেন মিনা। গোল করেছেন তিনটি। একটি দারুণ রেকর্ডও গড়েছেন—বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে প্রথম তিন ম্যাচেই গোল!
