
সর্বকালের সেরা ফুটবলার পেলের রেকর্ডের সামনে আর্জেন্টিনাইন ও বার্সা তারকা লিওনেল মেসি। আর এটি হলো এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের এক অফিশিয়াল হিসেব অনুযায়ী, সান্তোসের হয়ে ৭৫৭টি অফিশিয়াল ম্যাচ খেলে পেলের গোল ৬৪৩টি। এক ক্লাবের হয়ে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড।
অন্যন দিকে বার্সার জার্সিতে মেসির গোল সংখ্যা ৫৫৯। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ৬৩৮ ম্যাচ খেলে মেসি গোল করে ৫৫৯টি। এর মধ্য লা লিগায় করেন ৩৮৭ টি গোল। চ্যাম্পিয়নস লিগে করে ১০৩ টি আর বাকিগুলো অন্যান্য টুর্নামেন্টে।
পেলের এই রেকর্ড ভাঙতে মেসির প্রয়জন মাত্র ৮৪ টি গোল। পেলের এই রেকর্ড ভাঙাটা মেসির জন্য সময়ের ব্যাপার।
