
বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উইসান বোল্ট। যাকে বলা হয় অলম্পিকের আইকন।ছোট বেলা থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের অন্ধ-ভক্ত তিনি। সেই সাথে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোরও ভক্তও তিনি। জ্যামাইকান দ্রুততম মানব নিজেই বললেন, তিনি রিয়াল তারকা রোনালদোর অনেক বড় ফ্যান।
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকাকে খুব ভালো লাগে তার। কিন্তু এখানে মজার ব্যাপারটি হলো, রোনালদো-ভক্ত দাবি করলেও বোল্ট কিন্তু নিজেকে তুলনা করলেন লিওনেল মেসির সঙ্গে। বললেন, তিনিও মেসির মতোই স্রষ্টাপ্রদত্ত প্রতিভাবান! গত বছর অ্যাথলেটিক ট্র্যাককে বিদায় জানান ‘জ্যামাইকান এক্সপ্রেস‘।
আগামীকাল (বুধবার) সুইজারল্যান্ডে এক প্রদশীর্ন ফুটবল ম্যাচ অংশ নেয় বোল্ট। ম্যাচ শেষে বোল্ট জানান, তিনি রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর বিশাল ভক্ত। তবে জন্মগত সামর্থ্যের কারণে তিনি ও আর্জেন্টাইন অধিনায়ক মেসি আলো ছড়িয়েছেন। বোল্ট বলেন, ‘মেসি দারুণ প্রতিভাবান। রোনালদো এই জায়গায় আসতে কঠোর পরিশ্রম করেছে। কিন্তু আমি গতি নিয়ে জন্ম নিয়েছি এবং প্রচুর প্রতিভা রয়েছে আমার মাঝে (মেসির মতো)।’
অ্যাথলেটিক ট্র্যাককে বিদায় জানালেও ৩১ বছর বয়সী বোল্ট স্বপ্ন দেখেনে প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার।তাইতো প্রদর্শনী ম্যাচে ম্যানইউ কোচ হোসে মরিনহোর দলে ছিলেন এই গতি তারকা। এই ম্যাচে বোল্টের প্রতিপক্ষ দলের কোচ ছিলেন ম্যারাডোনা।
