ইংলিশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি রায়ান গিগস। তিনি খেলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এখন ওয়েলসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। রায়ান গিগস হলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক এই সতীর্থের। রায়ান গিগস দাবি করছেন, পর্তুগিজ তারকার রোনালদোর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পেছনে রয়েছে লিওনেল মেসির হাত! 

বিগত ১০ বছর ধরে শ্রেষ্ঠত্বের লড়াই দেখেছে লা লিগা। কিন্তু আসন্ন মৌসুম থেকে একই লিগে থাকবেন না রোনালদো-মেসি প্রতিদ্বন্দ্বিতা।

আইটিভির এক সাক্ষছেড়ে ইতালিতে যাওয়ায় আমি অবাক হয়েছি। এটা রোনালদোর কাছে অনেক বড় চ্যালেঞ্জ হতে চলেছে। একই সঙ্গে তার ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস দুর্দান্ত একটা ক্যারিয়ার।

সাবেক এই সতীর্থের দল ছাড়ার প্রসঙ্গে এদিন মেসিকে টেনে আনেন তিনি। বলেন, ‘‘মেসির থেকে ভাল ফুটবলার প্রমাণ করতে রোনালদো দৃঢ় প্রতিজ্ঞ। ও এখন সেই চ্যালেঞ্জ ছোড়ার মতো জায়গায় চলে এসেছে। ও বলতেই পারে, ‘আমি ইংল্যান্ড, স্পেনে প্রমাণ করেছি। এমনকি জাতীয় দলের হয়ে খেলেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ইতালিতেও এটা করব।’’ 

এখানেই থেমে থাকেননি রোনালদোর সাবেক এই সতীর্থ। গিগস আরও বলেছেন, ‘‘যদি ও নিজেকেই প্রশ্ন করে আমি কি মেসির থেকেও ভাল? তখন ওর যুক্তি সম্ভবত এটাই হবে।’