
বর্তমানে ফুটবলবিশ্বে কে সেরা ফুটবলার? এখনও কেউই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে নি। একজনের মতে মেসি সেরা তো অন্য জনের মতে ক্রিস্টিয়ানো।
সম্প্রতি মেসি, রোনালদোকে নিয়ে মতামত দিয়েছেন ইতালির ক্লাব সাসৌলোতে খেলা কেভিন প্রিন্স বোয়াটেং। তার মতে “রোনালদো পৃথিবীর ফুটবলের সেরা কিন্তু মেসি সব কিছুর উর্ধে”।
৩১ বছর বয়সী এই ফুটবলার খেলেছে এসি মিলান, শালকে এবং টটেনহ্যামের মতো ক্লাবের হয়ে। তিনি মেসি-রোনালদো দুইজনের বিপক্ষেই খেলেছেন।
সম্প্রতি পক্স(POX) এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি, ” বর্তমানে যেই ফুটবলাররা রয়েছে তাদের থেকে ক্রিস্টিয়ানো সবার থেকে সেরা। সে সব সময় সেরা হতে চায়,এবং তার জন্য কঠোর পরিশ্রম করেন।
তবে আমার মতে মেসি ফুটবল বিশ্বের নয়, সে হয়তো অন্য গ্রহের ফুটবলার। মেসি আমাদের কে যেই ফুটবল উপহার দেয় অন্যদের কাছে কল্পনা ছাড়া আর কিছুই নয়। সর্বোপরি একটা কথায় বলতে চায়, রোনালদো হতে পারে সাময়িক সময়ের সেরা কিন্তু মেসি সর্বকালের সেরা!”
