ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে এমন গোল খরায় কখনো পড়েনি। এখন তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন। ৮ ম্যাচ খেলে করেছে মাত্র ১ গোল। যেখানে লিওনেল মেসি গোল ১২ টি! তারপরও রোনালদো গতকাল (মঙ্গলবার) তার সতীর্থদের বলেছে তিনি এই মৌসুমে মেসির চেয়ে বেশি গোল করে পিচিচি অ্যাওয়ার্ড জিতবেন (লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার)।

মাদ্রিদের এক রেডিওকে তার সতীর্থরা খেলোয়াররা জানিয়েছেন রোনালদো তাদের সঙ্গে বাজি ধরেছেন, যে তিনি মেসির চেয়ে বেশি গোল করবেন এবং পিচিচি অ্যাওয়ার্ড জিতবেন।

১১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।