বর্তমান সময় ফুটবল বিশ্বে সেরা খেলোয়ারের তালিকায় আছে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যারা একের পর এক রেকর্ড গড়েছেন ও অনেক রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। এমনকি মাঠের ভিতর দুজনে অবিশ্বাস্য অর্জন করে সর্বকালের সেরাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।

এমনও কিছু রেকর্ড আছে যেগুলো ভাঙ্গা প্রায় অসম্ভব। যেই রেকর্ডের আশে পাশেও যেতে পারেনি মেসি, রোনালদো। বিশ্ব ফুটবল ইতিহাসে এমন ৬টি রেকর্ড আছে, যা এই দুই ফুটবলার তাদের ক্যারিয়ারে কখনো ভাঙতে পারবেন বলেও মনে হয় না। আর এই রেকর্ড গুলো হলো-

১। ক্যারিয়ারে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড- এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৯টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। অন্যদিকে ৪৪টি হ্যাটট্রিক রয়েছে মেসির। কিন্তু এখন পর্যন্ত ৯২টি হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটির মালিক ব্রাজিল কিংবদন্তি পেলে।

২। লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড- লা লিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড করেন মেসি। ২০১১-১২ মৌসুমে সর্বোচ্চ ৫০ গোল করেছেন মেসি। অন্যদিকে রোনালদোর সর্বোচ্চ গোল ৪৮টি। কিন্তু ইতিহাস বলছে, সব দেশের সব লিগ মিলিয়ে এক মৌসুমে ৬৬ গোল করে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ডটির মালিক হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক ডিক।

৩। ক্যারিয়ারে সর্বোচ্চ লিগ গোল রেকর্ড- এ রেকর্ডের মালিকও ব্রাজিল কিংবদন্তি পেলে। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ও যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে লিগে মোট ৬৫০ গোল করেছেন তিনি। যেখানে মেসি লিগে এ পর্যন্ত গোল করেছেন ৩৬৯টি। রোনালদো ৩৮৪টি। মেসির প্রয়োজন ২৮১টি ও রোনালদোর ২৬৬টি।

৪। লা লিগার এক ম্যাচে সর্বোচ্চ গোল- লা লিগার ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডটির মালিক স্প্যানিশ কিংবদন্তি লাজলো কুবালা। বার্সেলোনার জার্সি গায়ে ১৯৫২ সালে স্পোর্টিং গিজনের বিপক্ষে ৭ গোল করেছিলেন তিনি।

৫। বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ গোল- বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের মালিক জার্মানির সাবেক ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। তিনি ১৬টি গোল করেছিলেন। অন্যদিকে মেসি ও রোনালদো এখন পর্যন্ত ৩টি বিশ্বকাপে অংশ নিয়ে মাত্র ৫টি গোল করেছেন মেসি এবং ৩টি রোনালদো। এ রেকর্ড গড়তে মেসিকে ১১ গোল ও রোনালদোকে ১৩টি গোল করতে হবে।

৬। ইউরোপিয়ান কাপের ফাইনালে সর্বোচ্চ গোল- ইউরোপিয়ানের কাপের (বর্তমান নাম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ডটার মালিক আলফ্রেডো ডি স্টেফানো। তিনি টানা ৫টি ফাইনালে খেলেছেন। ১৯৫৫-১৯৬০, টানা ৫ বারই রিয়ালকে শিরোপা উপহার দেওয়ার পথে স্টেফানো ফাইনালে মোট গোল করেছেন ৭টি। যেখানে রোনালদোর গোলসংখ্যা ৪টি ও মেসির মাত্র ২টি।