আপাতত চ্যাম্পিয়ন্স লিগের চিন্তা মাথা থেকে সরিয়ে এই মুহূর্তে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মনযোগ দিয়েছে লা লিগায়। আজ শনিবার  রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে আলাভেস। আবার বার্সেলোনার প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে জিরোনা। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ও রিয়াল মাদ্রিদের মাঝে এখন ১৪ পয়েন্টের ব্যবধান। ২৪ রাউন্ডের পরে আর্নেস্তো ভালভার্দের বার্সেলোনা যখন লা লিগার শীর্ষে, তখন ৪৮ পয়েন্ট নিয়ে জিদানের দল রিয়াল মাদ্রিদ তিন নম্বরে। রিয়াল মাদ্রিদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোয়া ৯টা আর বার্সেলোনার ম্যাচ শুরু হবে পৌনে ২টায় শুরু হবে।

দুই দলের প্রতিপক্ষ পয়েন্ট বা মানের দিক দিয়ে দুর্বল। মাদ্রিদের প্রতিপক্ষ ২৪ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ১৫ নম্বর স্থানে রয়েছে আলাভেস। আর বার্সেলোনার প্রতিপক্ষ জিরোনা ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে লা লিগার আট নম্বর পজিশনে।

কয়েক দিন আগেই লা লিগার লিগ তালিকায় চার নম্বরে নেমে গিয়েছিল জিদানের রিয়াল। কিন্তু টানা চার ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে এসেছে রোনালদোরা। লেগানেসের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছিলেন জিদান। কিন্তু আলাভেসের বিপক্ষে তার দলে ফেরার সম্ভাবনা প্রবল। কার্ড সমস্যায় এই ম্যাচে জিদান পাবেন না তার রক্ষণের অন্যতম স্তম্ভ সের্জিও র‌্যামোসকে। তার জায়গায় খেলতে পারেন নাচো মনরিয়েল। এ ছাড়াও, মার্সেলো, টনি ক্রুজ, লুকা মদরিচরা রয়েছেন চোটের তালিকায়। তার উপরে ৬ মার্চ পিএসজির বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের। জিদান তাই বাড়তি ঝুঁকি নিতে নারাজ।