স্পেন ফুটবল লীগের বড় আসর চ্যাম্পিয়ন। এই লীগে অন্যন সকল দল গুলোর থেকে বক্তদের ভিতর বেশি আলোচনায় আসে মেসি ও রোনালদো। কে কেমন খেলো কয়টি গোল করল এসব নিয়ে আলোচলা হয়। সেই জন্য চ্যাম্পিয়ান লীগে মেসি রোনালদোর ১০০ গোল এর পরিসংখ্যান তুলে ধরা হলো।

৩০ বছর বয়সি লিওনেন মেসি বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নেমেছে ১২৩ ম্যাচে। এতগুলো ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছে ১০০ গোল। এত কম সময়ের ভিতর কেউ করতে পারেনি। তিনি মাঠে নেমে খেলেছে ১০,০৯০ মিনিট। তার পা থেকে শট এসেছে ৫২৪ তার ভিতর ১০০ গোল জালে জরায়।

এদিকে ৩২ বছর বয়সি রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেছে ১৩৭ ম্যাচে। তিনি এত গুলো ম্যাচ খেলে গোল করতে পেরেছে ১০০ টি। রোনালদো মাঠে নেমে খেলেছে ১১,৮৪৮ মিনিট। তার পাথে শট দেখা গেছে ৭৯০ টি।

রোনালদোর থেকে ১৪ ম্যাচ/১,৭৫৮ মিনিট,২৬৬টা শট কম নিয়েই ১০০ গোল করেছে মেসি এবং মেসি রোনালদোর থেকে ১ বছর ১৯১ দিনের ছোট। বয়স ও চ্যাম্পিয়ন্স লিগের ক্যারিয়ার এর দিক থেকে এটাই বুঝা যায় দ্রুততম ১০০ গোল লিওনেল মেসির দখলে।