
রাশিয়া বিশ্বকাপের আগে প্রিতি ম্যাচ শেষ করে আজ থেকে শুরু হচ্ছে ক্লাবের খেলা। ২৯ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ক্লাব বার্সেলোনা। অপর দিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে পনেরো পয়েন্টে পিছিয়ে আছে। তাই হেসে খেলেই লিগ শিরোপার কাছাকাছি এগুচ্ছে মেসির কাতালান ক্লাব বার্সা। লিগে বাকি মাত্র নয় ম্যাচ। কোনো রকম অঘটন না হলে বার্সার শিরোপা নিশ্চিত বলা যায়।
তবে এরকম সময়েও রিয়াল মাদ্রিদ কোচ ক্রিস্টিয়ানো রোনালদোকে স্কোয়াডেই রাখেন নি। বিবৃতিতে তিনি বলেন – রোনালদোকে বিশ্রাম দেয়া হয়েছে।
ইঞ্জুরির জন্যে ইতালি ও স্পেন ম্যাচে গ্যালারিতেই বসে ছিলেন লিও মেসি। যদিও বড় কোনো রিপোর্ট ধরা পরে নি। তবে সামান্য হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য কোচ ভালভের্দে কোন ঝুকি নিতে রাজি নন। সে হিসেবেই লিও মেসিকেও দেখা যাবে না আজ।
আজ রাত ১০ টা ৩০ লাস পালমাস এর বিপক্ষে লাস পালমাস এর মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেভিয়ার বিপক্ষে সেভিয়ার মাঠে নামবে ক্লাব বার্সেলোনা। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।
