আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বার্সালোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সার মাঠে ন্যু-ক্যাম্পে এই ম্যাচের আগে গার্ড অব অনার নিয়ে তোলপাড় স্পেন। বার্সালোনার খেলোয়াররা গার্ড অব অনারের দাবি জানালেও সেটা যে দিবেনা তা পরিষ্কার করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবুও আলোচনার কমতি নেই। লড়াইটা যে এল-ক্লাসিকো।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সালোনা। স্পানিশ লা লিগার শিরোপাও জিতে নিয়েছে তারা। জিতেছে কোপা ডেল রে। আর কোন শিরোপাই বাকি নেই যেখানে লড়াই করতে পারে বার্সালোনা।